ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : সংগঠনকে ঢেলে সাজাতে উদ্যোগী হল তৃণমূলের কিষাণ ক্ষেত মজুর সংগঠন। এ বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন খোদ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার ঝাড়গ্রাম শহরের অরণ্যসুন্দরী মহাসঙ্ঘে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সভা চলে। সভায় উপস্থিত ছিলেন কিষাণ ক্ষেত মজুর সংগঠনের রাজ্য সভাপতি বেচারাম মান্না, রাজ্যের সাধারণ সম্পাদক অর্জুন হাঁসদা, ঝাড়গ্রাম জেলার সভাপতি অশোক মহাপাত্র, পশ্চিম মেদিনীপুরের জেলা সভাপতি দুলাল মণ্ডল, ঝাড়গ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি রেখা সরেন, ঝাড়গ্রাম ব্লক তৃণমূলের সভাপতি রবীন্দ্রনাথ মাহাত। সভায় সংগঠনের ঝাড়গ্রাম জেলার ৮টি ব্লকের সভাপতি এবং অঞ্চল সভাপতিরা উপস্থিত ছিলেন। সংগঠনের রাজ্য সভাপতি বেচারাম মান্না বলেন,‘দিদি ডাক দিয়েছেন ইভিএম নয় ব্যালট চাই এই স্লোগানকে সামনে রেখে আমাদের ফের আন্দোলনের পথে নামতে হবে। আগামী ২১ জুলাইকে সামনে রেখে প্রতিটি বাড়ি বাড়ি আমাদের যেতে হবে। এলাকার মানুষজনকে বোঝাতে হবে সেদিনের তাৎপর্য। তাহলেই ফের মানুষ আমাদের কাছে ফিরে আসবেন।’