Breaking
1 Nov 2024, Fri

কলকাতার নজরুল মঞ্চে রাজের সমস্ত অতিথি অধ্যাপকদের ডাকতে চলেছেন শিক্ষাদপ্তর

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : দীর্ঘদিন আন্দোলনের পর তাঁদের ডাকে সাড়া দিয়েছে রাজ্য সরকার। কলেজ স্কোয়ারে দিনের পর দিন অবস্থান বিক্ষোভ বা কলেজ স্ট্রিট থেকে পায়ে হেটে বিকাশ ভবন অভিযান করেছেন রাজ্যের কলেজ গুলির অন্যতম ‘শক্তি’ অতিথি অধ্যাপকরা। রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ক্ষমতায় আসার পর উচ্চশিক্ষা দপ্তরের বিধানসভার স্ট্যান্ডিং কমিটি চেয়ারম্যান অধ্যাপক জীবন মুখোপাধ্যায় এবং পরবর্তী কালে অধ্যাপক অভিরূপ সরকারের কমিটি রাজ্যের অতিথি অধ্যাপকদের বেতন কাঠামোর পাশাপাশি কাজ করার একটি রিপোর্ট জমা দিয়েছিল। কিন্তু লাল ফিতের ফাঁসে সেই ফাইল জমা পড়ে গিয়েছিল। কিন্তু অতিথি অধ্যাপকদের সংগঠনের রাজ্যের সাধারণ সম্পাদক গোপালচন্দ্র ঘোষ হাল ছাড়েননি। শেষ মেষ সেই খুশির খবর আসতে চলেছে রাজ্যের সমস্ত অতিথি অধ্যাপকদের কপালে। জুলাই মাসের শেষ রবিবার সম্ভবত উচ্চশিক্ষা দপ্তর নজরুল মঞ্চে ডাকতে চলেছে রাজ্যের সমস্ত অতিথি অধ্যাপকদের। আর সেই দিনের অপেক্ষায় দিন গুনছেন সমস্ত অতিথি অধ্যাপকরা। রাজ্যের ডাকা ওই দিনে সকলকে উপস্থিত করার জন্য তোড়জোড় শুরু করে দিয়েছে সংগঠনের নেতারা।

Developed by