Breaking
26 Dec 2024, Thu

সবুজ ঝাড়গ্রামের লক্ষ্যে ‘সচেতন নাগরিক মঞ্চের’ প্রথম প্রয়াস বৃক্ষ রোপণ

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : কিছুদিন আগেই ঝাড়গ্রামে গঠিত হয় ‘সচেতন নাগরিক মঞ্চ’। এদিন ঝাড়গ্রামে দ্বিতীয় বৈঠকে উপস্থিত ছিলেন পরিবেশপ্রেমী অনেক মানুষ। ‘কথা কম কাজ বেশি ‘এই ভাবনা থেকেই তাঁরা বৃক্ষরোপণ ও সংরক্ষণ এর ব্যবস্থা করে তরুণ তীর্থের মাঠে। তার কারণ এখানে খেলতে আসে শিশুরা। যাতে বুক ভরে নিঃশ্বাস নিতে পারে ও মনের আনন্দে ফল খেতে পারে, সেই ভাবনা থেকেই লাগানো হল জাম, লিচু জলপাই এর মত গাছ।
আগামী শনিবার হিন্দু মিশন মাঠে, বিকেল সাড়ে চারটা নাগাদ সেখানে পার্থেনিয়াম গাছ ধ্বংস করে দশটি ফলের গাছ লাগানো হবে বলে সিদ্ধান্ত নিয়েছে মঞ্চ।

Developed by