Breaking
26 Dec 2024, Thu

বাঁশতলা স্টেশনে ট্রেন আটকালো যাত্রীরা

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : আবার সেই বাঁশতলা স্টেশন। যদিও এবারের দাবিটা আলাদা। নিত্যযাত্রীরাই ট্রেন আটক করে রেখেছেন। প্রতিদিন খড়গপুর-টাটানগর লোকাল ট্রেন রাত্রি ৯টা ১৫ মিনিটে খড়গপুরে ছাড়ার কথা। কিন্তু দেরি করে ইদানিং ছাড়ছে। যার জেরে সমস্যায় পড়েছেন নিত্য যাত্রীরা। প্রায় ১ ঘন্টা হল ট্রেন অবরোধ করে রেখেছেন যাত্রীরা। দক্ষিণ-পূর্ব রেলের এটি সিঙ্গেল লাইন হওয়ায় খড়গপুর-টাটানগর শাখায় ট্রেন চলাচল আপাতত বন্ধ রয়েছে। যাত্রীদের দাবি, রেলের অফিসারদের এসে এখানে প্রতিশ্রুতি দিতে হবে।

Developed by