ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : আর কয়েক দিন তারপরে আট থেকে আশি প্রত্যেক বাঙালি মেতে উঠবে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবে, আর দুর্গা পুজো মানেই এখানে থিম এর লড়াই।থিম মানে যে পুজোর কথা আমাদের সকলের মাথায় আসে সেটি হলো সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো।সেই ধারা কে বজায় রেখে এবার তাদের থিম ইস্কনের মন্দির।শুধু এটাই নয় তারা তাদের মূল চমক রেখেছে দুর্গা প্রতিমায়।প্রায় ৬০ কিলো সোনার পাত ব্যবহার করে গড়ে উঠবে তাদের দুর্গা মূর্তি।যা পুরোটাই নিখাদ সোনার,যে সোনার আনুমানিক বাজার মূল্য প্রায় ১৭ কোটি টাকা।পুজো কমিটির অন্যতম উদ্যোক্তা সজল ঘোষ বলেন “ভারতের ইতিহাসে সোনার তৈরী দুর্গা এর আগে দেখা যায়নি।যখন মূর্তিটি সোনার তৈরি তাই নিরাপত্তার ব্যবস্থাও থাকছে আঁটোসাটো।এবছর অন্য পুজো কমিটির যে মাথার ঘাম ছুটবে সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর সাথে পাল্লা দিতে তা সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো উদ্যক্তাদের কথা থেকেই স্পষ্ট।