Breaking
26 Dec 2024, Thu

পুলিশের গুলি চালানোর অভিযোগে অশান্ত চুঁচুড়া, চলছে বনধ

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : এক দুষ্কৃতীকে ধরতে এসে পুলিশ গুলি চালিয়েছে, এই অভিযোগে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখালেন বাসিন্দারা। হুগলির চুঁচুড়ার রবীন্দ্রনগর এলাকায় শুক্রবার রাতের ঘটনা। রাত সাড়ে বারোটা নাগাদ এই ঘটনা ঘটে। অভিযোগ, স্থানীয়দের মারধর করা হয়। হেনস্তা করা এলাকার মহিলাদেরও। রাতেই পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় মহিলারা। এই পুলিশি অত্যাচারের প্রতিবাদে শনিবার সকাল থেকে রবীন্দ্রনগর এলাকায় ১২ ঘন্টা বনধের ডাক দোওয়া হয়েছে। দোকানপাট বন্ধ রয়েছে। রাস্তায় বিক্ষোভে সামিল এলাকাবাসীর। গুলি চালানোর অভিযোগ অস্বীকার করেছে চন্দননগর কমিশনারেট ও চুঁচুড়া থানা। উল্লেখ্য, বছরখানেক ধরে হুগলির চুঁচুড়া, ব্যান্ডেল সহ বিভিন্ন এলাকায় দুষ্কৃতী তাণ্ডব অব্যাহত। এর জেরে খুন হতে হয়েছে নেতা থেকে দুষ্কৃতী বেশ কয়েজ জনকে। বেশ কয়েকবার বদল করা হয়েছে পুলিশ আধিকারিকদেরও। কিন্তু তাতেও বাগে আনা যায়নি দুষ্কৃতীদের।

Developed by