Breaking
26 Dec 2024, Thu

১৩ ও ১৪ জুলাই কলকাতায় মেডিক্যাল ও নার্সিং শিক্ষামেলা

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : আগামী ১৩ এবং ১৪ জুলাই দু’দিন ধরে অনুষ্ঠিত হতে চলেছে মেডিক্যাল এবং নার্সিং শিক্ষামেলা। এর নাম দেওয়া হয়েছে ‘এন্ডেভার ২০১৯’। অ্যাম্বিশন এডুকেয়ার ও অ্যাম্বিশন ইনস্টিটিউট অব নার্সিং অ্যান্ড হেলথ সায়েন্সের যৌথ উদ্যোগে ধর্মতলার পিয়ারলেস ইন হোটেলে হতে চলেছে এই শিক্ষামেলা। সংস্থার তরফে জানানো হয়েছে, দেশ-বিদেশের বিভিন্ন নামকরা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা এই মেলায় অংশ নেবেন। বাংলার কয়েকজন বিশিষ্ট চিকিৎসকও এই মেলায় হাজির থাকবেন। সংস্থার কর্ণধার ফাল্গুনী মুখোপাধ্যায় বলেন, গ্রামবাংলার ছাত্রছাত্রীদের ছোট থেকে স্বাপ্ন থাকে যে, তারা ডাক্তার হবে। মেধা থাকা সত্ত্বেও উপযুক্ত সুযোগ বা আর্থিক কারণে এই স্বপ্ন অধরা থেকে যায়। মেলায় উপযুক্ত কেরিয়ার কাউন্সেলিংয়ের মাধ্যমে এই সব পড়ুয়া স্বপ্নপূরণের নতুন দিশা পাবে।

Developed by