ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : গত চার বছরে দেশে বাড়ি কেনা অত্যন্ত খরচসাপেক্ষ হয়ে উঠেছে। রিজার্ভ ব্যাঙ্কের প্রকাশিত রিপোর্ট এমনই তথ্য দিয়েছে। দেশের ১৩টি শহরে সমীক্ষা চালিয়ে আরবিআই জানতে পেরেছে, গত চার বছরে সুলভে বাড়ি পাওয়া ক্রমশ দুষ্কর হয়ে উঠেছে। সবচেয়ে খারাপ পরিস্থিতি তৈরি হয়েছে মুম্বইয়ে। দেশের বাণিজ্য-নগরীতে বাড়ি কেনা আমজনতার কাছে কার্যত অসম্ভব হয়ে উঠেছে বলে জানিয়েছে আরবিআই। হাউস প্রাইস টু ইনকাম (এইচপিটিআই) রেশিও-কেই সুলভে বাড়ি পাওয়ার সূচক হিসেবে ধরা হয়। ওই ১৩টি শহরে ২০১৫ সালে গড়ে এই সূচক ছিল ৫৬.১। ২০১৯ সালে সেটা বেড়ে হয়েছে ৬১.৫। মুম্বইতে এই সূচক দাড়িয়েছে ৭৪.৪। ২০১৫ সালে যা ছিল ৬৪.১। দেশের চার মেট্রো শহরের মধ্যে চেন্নাই এবং দিল্লি যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে। তবে, এই তালিকায় কলকাতা অনেকটাই নীচে রয়েছে। কলকাতায় এইচপিটিআই সূচক ৫৬.৫। আর সহজলভ্য বাড়ি পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে ভালো শহর হিসেবে উঠে এসেছে ভুবনেশ্বরের নাম।