Breaking
26 Dec 2024, Thu

১৩ জুলাই থেকে রাজ্যের কোন কলেজ ‘অনুমোদন ছাড়া’ অতিথি অধ্যাপক নিতে পারবে না : শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : এবার শিক্ষার সর্বক্ষেত্রে লাগাম টানতে চাইছে সরকার। আগে কলেজের পরিচালন সমিতি মনে করলেই নিজেদের প্রয়োজন অনুসারে অতিথি অধ্যাপক নিতে পারতেন। সেক্ষেত্রে রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরের কোন অনুমোদন লাগত না। শুক্রবার বিকাশ ভবনে উচ্চশিক্ষা দপ্তরের আধিকারিকদের সঙ্গে নিয়ে অতিথি অধ্যাপক সংগঠনের প্রতিনিধিদের নিয়ে আলোচনা করেন রাজের উচ্চশিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। পরে সাংবাদিক বৈঠকে রাজের উচ্চশিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন,’শনিবার আমরা কলেজে কলেজে বিজ্ঞপ্তি পাঠাচ্ছি বিকাশ ভবন থেকে। যাতে আর কোন কলেজ উচ্চশিক্ষা দপ্তরের অনুমোদন ছাড়া অতিথি অধ্যাপক না নেন। আর এখনও যাঁরা নেওয়ার প্রসেসের মধ্যে রয়েছেন তাঁদেরকে বিরত থাকতে বলব। যেখানে প্রয়োজন হবে সে ক্ষেত্রে উচ্চশিক্ষা দপ্তর ও ফিন্যান্স দপ্তরের অনুমোদন নিয়ে নেওয়া হবে।’

Developed by