Breaking
26 Dec 2024, Thu

ঝাড়গ্রামে জেলাজুড়ে পালিত হল জল বাঁচাও দিবস

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : শুক্রবার ঝাড়গ্রাম জেলার প্রতিটি ব্লকে পালিত হয় জল বাঁচাও দিবস। জল বাঁচান,জীবন বাঁচান এই স্লোগানকে সামনে রেখে পদযাত্রা সামিল হন সরকারি আধিকারিক, জনপ্রতিনিধি থেকে শুরু করে স্কুল পড়ুয়া ও সাধারণ মানুষ। ঝাড়গ্রাম ব্লকের রাধানগর থেকে কেচোন্দা পর্যন্ত এই সচেতনতা মূলক পদযাত্রায় হাঁটেন ঝাড়গ্রামের জেলাশাসক আয়েশা রানি এ, জেলা পরিষদের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ উজ্জ্বল দত্ত, ঝাড়গ্রামের বিডিও অভিজ্ঞা চক্রবর্তী। লালগড়ে ছিলেন ঝাড়গ্রামের মহকুমা শাসক সুবর্ণ রায়, কৃষি সেচ কর্মাধ্যক্ষ তপন ব্যানার্জী, জামবনিতে ছিলেন অতিরিক্ত জেলাশাসক অমিতাভ দত্ত, পূর্ত কর্মাধ্যক্ষ শুভ্রা মাহাত, বেলপাহাড়িতে ছিলেন অতিরিক্ত জেলাশাসক কৌশিক পাল, সাঁকরাইলে ছিলেন জেলা পরিষদের সভাধিপতি মাধবী বিশ্বাস, শিশু ও নারী কর্মাধক্ষ্য মনোরমা পাত্র, নয়াগ্রামে ছিলেন জেলা পরিষদের সহকারী সভাধিপতি মধূসুদন সরেন প্রমুখ।

Developed by