Breaking
1 Nov 2024, Fri

পশ্চিমবঙ্গের কোন অতিথি অধ্যাপককে কাজ থেকে বাদ না দেওয়ার ‘আশ্বাস’ শিক্ষামন্ত্রীর, দাবি সংগঠনের

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : পশ্চিমবঙ্গের কোন অতিথি অধ্যাপককে কাজ থেকে বাদ না দেওয়ার ‘আশ্বাস’ দিলেন রাজের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। শুক্রবার বিকাশ ভবনে উচ্চশিক্ষা দপ্তরের আধিকারিকদের সঙ্গে নিয়ে অতিথি অধ্যাপক সংগঠনের প্রতিনিধিদের নিয়ে আলোচনা করেন রাজের উচ্চশিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। টানা কয়েক ঘন্টার ওই বৈঠকের পর বাইরে বেরিয়ে ‘ওয়েস্ট বেঙ্গল গেস্ট লেকচারার এসোসিয়েশনের’ সাধারণ সম্পাদক গোপালচন্দ্র ঘোষ বলেন,’এতদিন পরে রাজ্যের শিক্ষামন্ত্রী আমাদের দাবি-দাওয়া অনেকটাই মেনেছেন। এই মুহূর্তে কাউকেই কলেজ থেকে বাদ বা ছাঁটাই না করার আশ্বাস দিয়েছেন তিনি। এই জুলাই মাসের মধ্যে আমাদের জন্য সুখবর ঘোষণা করবেন শিক্ষামন্ত্রী। সেই সঙ্গে জানাচ্ছি, যেহেতু আমাদের দাবি নিয়ে রাজ্য সরকার অনেকটাই সহানুভূতিশীল তাই আপাতত আগামী ১৮ জুলাইয়ের কর্মসূচি স্থগিত রাখা হচ্ছে।’ পাশাপাশি গোপালবাবু একথাও জানিয়েছেন,’আমাদের দাবি মানা নাহলে ফের আন্দোলনের পথ খোলা থাকছে।’

Developed by