Breaking
1 Nov 2024, Fri

মাওবাদীরা রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে খুন করেছিল বন্ধু সৌমেন ভকত ওরফে ভগাকে

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক :ঠিক ৯ বছর আগে কি ঘটেছিল, স্মৃতিচারণায় সাংবাদিক অশোক ভট্টাচার্য

সালটা ছিল ২০১০। সময়টাও ছিল অশান্ত। ঝাড়গ্রামে চা খেয়ে ভাতুর যাওয়ার পথে নিখোঁজ হয় সে।
প্রতিদিনের মত অশান্ত জঙ্গলমহলে ২০১০ সালের ১২ জুলাই সকালটাও ছিল একই। অন্যান্য দিনের মত একই রকম ভাবে সাহসী নেতা সৌমেন ভকত ঝাড়গ্রামে এসেছিল।
ঝাড়গ্রামে কাজ সেরে ভাতুর ফিরছিল ওই সাহসী ছেলেটা। হঠাৎই কে বা কারা তাঁকে তুলে নিয়ে চলে যায়। তারপরের দিন তাঁর দেহ পাওয়া যায়। পরে জানা যায় মাওবাদীদের হাতে খুন হয়েছে সৌমেন ভগত। আজকে সেই দিনটার কথা মনে পড়ল আমার মত অনেকের। যারা ওর খুব কাছের ছিল। তাঁদের দু’চোখে জল চলে এল কথা প্রসঙ্গে। সে দিনের সকালে একসঙ্গে চা খেয়ে দুপুর বারোটা নাগাদ ঝাড়গাম থেকে রওনা দিয়েছিল সৌমেন। সবাই সৌমেন নামেই তাঁকে চেনে কিন্তু সৌমেনকে আমরা বন্ধুরা ভগা নামেই চিনতাম। আজ তাঁর মৃত্যু দিন। এই মৃত্যু দিনে এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন হয়েছিল ভাতুর গ্রামে। উপস্থিত ছিলেন জামবনি ব্লক তৃণমূলের সভাপতি নিশীথ মাহাত। তিনি সৌমেনের মূর্তিতে মাল্যদান করেন। সঙ্গে ছিলেন ঝাড়গ্রাম ঝাড়গ্রাম জেলার যুব তৃণমূলের সভাপতি দেবনাথ হাঁসদা ছাড়াও বহু মানুষ।

Developed by