Breaking
26 Dec 2024, Thu

স্বামীর সঙ্গে পরকীয়ার জেরে এক বান্ধবী অন্য বান্ধবীর চোখে লঙ্কা গুঁড়ো ছিটিয়ে মেরে মাথা ফাটলো, গ্রেফতার এক

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : দু’জন একে অপরের বান্ধবী।দুজনের স্বামীও একে অপরের ভালো বন্ধু। আর এই সম্পর্কের মধ্যেই পরকীয়া।নিজের স্বামীর সঙ্গে বান্ধবীর পরকীয়া সম্পর্ক কিছুতেই মেনে নিতে পারেননি অন্য বান্ধবী। ঘটনা গোপীবল্লভপুর থানার টিকায়েতপুর গ্রামের।
সাবিত্রী খামরি নিজের স্বামীর কাছ থেকে বান্ধবীকে সরাতে চোখে শুকনো লঙ্কার গুঁড়ো ছিটিয়ে লোহার রড দিয়ে মাথা ফাটাল তাঁর বান্ধবী তরুলতা শীটের।গুরুতর জখম অবস্থায় তরুলতা শীট বর্তমানে ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি আছেন। পুলিশ অভিযোগের ভিত্তিতে সাবিত্রী খামরিকে গ্রেপ্তার করেছে।

Developed by