Breaking
25 Dec 2024, Wed

সক্ষমতার পরিচয় যাচাই করতে ঝাড়গ্রামে পরীক্ষা পুলিশ কর্মীদের

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : ট্রেনিং এর পরে চাকুরিতে যোগদান। তারপর থেকে ডিউটি। কিন্তু দীর্ঘদিন চর্চা না থাকায় ‘সক্ষমতা’ নিয়ে অনেক সময় প্রশ্ন ওঠে। সে ভুঁড়িওয়ালা পুলিশ হোক বা কাজের ‘কৌশলী’ রপ্ত করার ক্ষেত্রে। এবার থেকে পুলিশ কর্মীদের সেই তকমা ঘোচাতেই পরীক্ষা নিচ্ছে ঝাড়গ্রাম জেলা পুলিশ। যদিও পুলিশ সূত্রে জানা গিয়েছে, এটা দপ্তরের একেবারে রুটিন বিষয়। লিখিত পরীক্ষার পাশাপাশি বন্দুক চালানোর হাতে-কলমে পরীক্ষাও নেওয়া হচ্ছে।

Developed by