ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- মার্জিনাল কস্ট অব ফান্ডস বেসড লেন্ডিং রেট বা এমসিএলআর কমাল স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া। পাঁচ বেসিস পয়েন্ট এমসিএলআর কমাল তারা। এক প্রেস বিবৃতিতে এ খবর জানিয়েছে ব্যাঙ্ক। এসবিআই জানিয়েছে, এক বছরে এই এমসিএলআর-এর হার ৮.৪৫ শতাংশ থেকে কমে হল ৮.৪০ শতাংশ। ফলে এমসিএলআর নির্ধারিত সমস্ত ধরনের সুদের হারও বুধবার, ১০ জুলাই থেকে কমল পাঁচ বিপিএস। সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট কমিয়েছে। কিন্তু তারপরেও বাণিজ্যিক ব্যাঙ্কগুলি সুদের হার সেভাবে কমাচ্ছে না বলে অভিযোগ উঠেছিল কেন্দ্রীয় সরকারের তরফে। সেই সমালোচনার পরিপ্রেক্ষিতেই এসবিআই কর্তৃপক্ষ জানিয়েছে, এই অর্থবর্ষে এই নিয়ে তৃতীয়বার সুদের হার কমালাম আমরা। এদিনের হার কমা ধরলে গৃহঋণে সুদের হার গত ১০ এপ্রিল থেকে কমল ২০ বেসিস পয়েন্ট।