Breaking
25 Dec 2024, Wed

আয়ূশ খাতে বাজেট বৃদ্ধি ২৪৭ কোটি, রাজ্যগুলিকে সাহায্য বাড়ল ১৫২ কোটি

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- আয়ূশ খাতে বাজেট বরাদ্দ বাড়াল কেন্দ্র। ২০১৮-১৯ অর্থবর্ষে সরকার পাঁচটি বিকল্প চিকিৎসা পদ্ধতি— আয়ুর্বেদ, যোগা, ইউনানি, সিদ্ধা এবং হোমিওপ্যাথির জন্য সর্বমোট বরাদ্দ করেছিল ১৬৯২ কোটি ৭৭ লক্ষ টাকা। চলতি অর্থবর্ষের জন্য তা বেড়ে হয়েছে ১৯৩৯ কোটি ৭৬ লক্ষ টাকা। আয়ূশ খাতে বরাদ্দ ২৪৬ কোটি ৯৯ লক্ষ বা প্রায় ২৪৭ কোটি টাকা বাড়ানো হয়েছে বলে কেন্দ্রীয় আয়ূশ মন্ত্রক সূত্রের খবর। এর মধ্যে রাজ্যগুলিকে আয়ূশ খাতে কেন্দ্রীয় প্রকল্পে অর্থ সাহায্যের পরিমাণ বেশ কিছুটা বাড়ানো হয়েছে। ২০১৮-১৯ অর্থবর্ষে এই পরিমাণ ছিল ৫০৪ কোটি টাকা। চলতি শিক্ষাবর্ষের জন্য তা বেড়ে হয়েছে ৬৫৬ কোটি টাকা। অর্থাৎ বেড়েছে ১২৫ কোটি টাকা। যত দিন যাচ্ছে, বিকল্প চিকিৎসায় মানুষের আগ্রহ বাড়ছে। সেক্ষেত্রে কম খরচে রোগ নিরাময়ের এই ধরনের চিকিৎসা পদ্ধতিগুলির প্রচার ও প্রসারে কমবেশি ২৪৭ কোটি টাকা বাজেট বরাদ্দ বৃদ্ধি তেমন কিছুই নয়— এমনই মত আয়ূশ চিকিৎসক মহলের একাংশের।

Developed by