Breaking
25 Dec 2024, Wed

বিষের চিকিৎসায় অ্যাপ আনছে রাজ্য সরকার

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- বিষের চিকিৎসায় অ্যাপ আনছে রাজ্য সরকার। বিভিন্ন ধরনের বিষের প্রতিক্রিয়া, চটজলদি কী ব্যবস্থা নেওয়া উচিত, কোনও এলাকায় বিষক্রিয়ায় বড় ধরনের বিপর্যয় হলে কী করা উচিত ইত্যাদি তথ্য থাকবে সেই অ্যাপে। এ নিয়ে আজ, বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্যভবনে বৈঠকে বসছেন স্বাস্থ্যকর্তারা। সম্প্রতি আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে দেশের দ্বিতীয় পয়জন ইনফরমেশন সেন্টার চালু হয়। বিভিন্ন ধরনের বিষের বিপদ সম্পর্কে সাধারণ মানুষ এবং চিকিৎসকদের অবহিত করতে এই সেন্টার একটি টোল ফ্রি নম্বরও চালু করে। অসম্ভব ভালো সাড়া মেলে তাতে। তারপরই রাজ্যের অতিরিক্ত মুখ্যসচিব রাজীব সিনহা গোটা বিষয়টি নিয়ে আরও বড় পরিকল্পনা নিতে বলেন ওই কেন্দ্রের ইনচার্জ এবং আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের অধ্যাপক ডাঃ সোমনাথ দাসকে। অ্যাপ চালু করার চিন্তাভাবনা তখন থেকেই শুরু। প্রস্তাবিত ওই অ্যাপটি নিয়েই হবে আজকের বৈঠক। আর জি কর এবং রাজ্য স্বাস্থ্য দপ্তর সূত্রে এ খবর জানা গিয়েছে।

Developed by