Breaking
24 Dec 2024, Tue

হাসপাতালে ঢুকে গভীর রাতে নিরাপত্তা রক্ষীকে মারধর করল দুই বিজেপি কর্মী, গোপীবল্লভপুরে

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : শনিবার রাত একটা নাগাদ দুই বিজেপির সক্রিয় যুবক মহিলা মেডিসিন বিভাগে ঢুকতে চাই। গভীর রাতে মহিলা ওয়ার্ডে ঢোকা নিষেধ রয়েছে বলে জানালে নিরাপত্তা রক্ষী সোমনাথ সোরেনকে মারধর করা হয়। তার মোবাইল ফোনটিও ভেঙে ফেলা হয়। গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালে এহেন ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে নিয়ে গিয়েছে। তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, বিজেপির লোকেরা হাসপাতালে ঢুকেও মারধর করছে। বিজেপির পক্ষ থেকে ঘটনার নিন্দা করে আইন আইনের পথে চলবে বলে জানানো হয়েছে।

Developed by