Breaking
24 Dec 2024, Tue

লোধা-শবরদের দেখভালের জন্য গঠিত হল ‘পশ্চিমবঙ্গ লোধা শবর সমাজ’, রবিবার ঝাড়গ্রামে জেলা কমিটি গঠনের প্রাক প্রস্তুতি সভা হয়

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : ‘পশ্চিমবঙ্গ লোধা শবর সমাজ’ এর ঝাড়গ্রাম জেলা কমিটি গঠনের লক্ষ্যে রবিবার একটি প্রাক প্রস্তুতি সভা হয় ঝাড়গ্রাম শহরে। এই প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন ‘পশ্চিমবঙ্গ লোধা ও শবর সমাজের’ রাজ্য সভাপতি মৃণাল কোটাল, সংগঠনের রাজ্য সম্পাদক তারক বাগ , সহ সম্পাদক তারাপদ মল্লিক প্রমুখ। মৃণাল কোটাল বলেন “দীর্ঘদিন ধরেই লোধা ও শবর সম্প্রদায়ের মানুষ বঞ্চিত হয়ে রয়েছেন। না পাচ্ছে সরকারি সুযোগ সুবিধা, না পাচ্ছে সঠিক পড়াশুনা। সরকারি প্রকল্পে টাকা আসলেই সেই টাকার বেশিরভাগ অংশই এই সম্প্রদায়ের জন্য খরচ করা হচ্ছে না। ফলে অনাহারে, অর্ধাহারে লোধাদের মরতে হচ্ছে। তাই আমরা আমাদের দাবী সরকারের কাছে পৌঁছে দিতে জেলায় জেলায় কমিটি গঠন করার প্রস্তুতি নিয়েছি। সেই লক্ষ্যেই আজ ঝাড়গ্রাম জেলার কমিটি গঠনের প্রাক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আমাদের এই জেলা কমিটির প্রাথমিক কাজ হল সরকারি প্রকল্পের টাকায় কত লোধা উপকৃত তা খতিয়ে দেখে ঝাড়গ্রামে লোধাদের অবস্থান রিপোর্ট করবে রাজ্য কমিটিকে। শিক্ষা ও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করবে এই কমিটি। যাতে পুনরায় আমলাশোল ও পূর্নাপানির মত ঘটনা না ঘটে তার দিকে নজর রাখবে কমিটি’।

Developed by