Breaking
23 Dec 2024, Mon

শিশু সুরক্ষা ও সচেতনতা অভিযান বিদ্যালয়ে।মেঝেতে বসেই ছাত্রছাত্রীদের সঙ্গে মিড ডে মিল খেলেন বিডিও

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- শিশু সুরক্ষা ও সচেতনতা শিবিরের আয়োজন চাইল্ড কেয়ারের।আমন্ত্রিত বিডিও ও।মেঝেতে বসেই ছাত্র-ছাত্রীদের সাথে মিড ডে মিল খেলেন নারায়ণগড় ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক বিশ্বজিৎ ঘোষ।প্রসঙ্গত শনিবার নারায়ণগড় ব্লকের বাখরাবাদ অঞ্চলের জগতপুর জুনিয়র হাই স্কুলে আয়োজন করা হয় শিশু সুরক্ষা ও সচেতনতা শিবির এর।বাল্যবিবাহ রোধ,পথে-ঘাটে শিশু ও নারী সুরক্ষা সহ একাধিক সাম্প্রতিক বিষয়ে আলোচনা করা হয় এইদিন।চাইল্ড কেয়ার এর উদ্যোগে আয়োজিত এই সচেতনতা শিবিরে উপস্থিত ছিলেন নারায়ণগড় ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও ছাত্র ছাত্রীরা।উল্লেখ্য এই দিন দুপুরের মধ্যাহ্ন ভোজন সময়ের সমষ্টি উন্নয়ন আধিকারিক ছাত্রছাত্রীদের মধ্যে বসেই দুপুরে খাবার খান।তিনি জানিয়েছেন-“ছাত্র ছাত্রীদের সঙ্গে মিড ডে মিল খাওয়া টা শিক্ষক শিক্ষিকাদের জরুরি।আজকে ছাত্র ছাত্রীদের মধ্যে এই বসে খাবার খাওয়া অত্যন্ত আনন্দের।”
সমষ্টি উন্নয়ন আধিকারিক এর মেঝেতে বসে মিড ডে মিল খাওয়া কে সাধুবাদ জানিয়েছেন সকলে।

Developed by