ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : নিজের জীবনের পান-সিগারেটের নেশা ছাড়ার কাহিনী শুনিয়ে নেশা মুক্ত সমাজ গঠনের জন্য পড়ুয়াদের কাছে আহ্বান করলেন ঝাড়গ্রাম রাজ কলেজের অধ্যক্ষ দেবনারায়ণ রায়। তিনি বলেন,‘দিনে ২০টা পান ও সিগারেট খেতাম। ২০০৮ সাল থেকে নেশা ছেড়ে দিয়েছি। দেখেছি নেশার কবলে পড়ে অনেক ভালো ভালো পড়ুয়াদের পড়াশুনাও একেবারেই শেষ হয়ে গিয়েছে। পড়ুয়ারা অনেক সময় বিপথে পরিচালিত হয়ে নেশাগ্রস্থ হয়ে পড়ে। আমাদের সকলকে এ বিষয়ে এগিয়ে এসে সজাগ ও সচেতন হতে হবে।’ ঝাড়গ্রাম জেলা আবগারি দপ্তরের সুপার মিলনকুমার বিশ্বাস বলেন,‘যুব সমাজ সমাজের মেরুদণ্ড। তারা নেশাগ্রস্থ হয়ে পড়লে সমাজ নষ্ট হয়ে যাবে।’ সবশেষে উপস্থিত সকলকে শপথ বাক্য পাঠ করান সুপার মিলনকুমার বিশ্বাস। ২৬ জুন আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসে বুধবার এহেন অনুষ্ঠানের সাক্ষী থাকলেন কলেজের পড়ুয়ারা। কলেজ পড়ুয়া শীলা দাস বলেন,‘উনাদের কথা আমাদের সকলেরই খুবই ভালো লেগেছে। আমরাও এ বিষয়ে আরো পাঁচজনকে সচেতন করতে পারব।’