ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প কন্যাশ্রী। সেই প্রকল্প ইতিমধ্যে বিশ্বের কাছে সমাদৃত হয়েছে। তাকে আরো বেশি জনপ্রিয় করে তুলতে রাজ্যের বেসরকারি স্কুলের ছাত্রীদেরও অন্তর্ভুক্ত করা হল কন্যাশ্রীর তালিকায়। জেলায় এমনই নির্দেশিকা পাঠিয়েছে রাজ্য সরকার। পাশাপাশি কন্যাশ্রী প্রাপক ছাত্রীর পারিবারিক আয়ের ঊর্ধ্বসীমাও তুলে দেওয়া হয়েছে। এর ফলে রাজ্যের সমস্ত ছাত্রীরাই এই প্রকল্পের আওতায় চলে এল। কে ১, কে ২, কে ৩ প্রকল্পে অষ্টম থেকে কলেজ পর্যন্ত পড়ুয়ারা কন্যাশ্রী প্রকল্পের সুবিধা পাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর এরাজ্যে কন্যাশ্রী প্রকল্প চালুর জন্য তিনি রাষ্ট্রসঙ্ঘে পুরস্কৃতও হয়েছেন।