Breaking
23 Dec 2024, Mon

৬ নম্বর জাতীয় সড়ক বোম্বে রোডে দুটি পথ দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু ২ জনের, জখম ৮ জন

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : মঙ্গলবার ৬ নম্বর জাতীয় সড়ক বোম্বে রোডে দুটি পথ দুর্ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন দুই শিশু সহ মোট ৮ জন। পুলিশ জানিয়েছেন মৃতেরা হলেন,‘মহম্মদ ফিরোজ(৩৫) এবং এস এম শাহওয়াজ(৩৩)। তাঁদের বাড়ি ঝাড়খণ্ড রাজ্যের জামশেদপুরে। বাড়ি যাওয়ার পথেই পূর্ণাপানির কাছে মর্মান্তিক ঘটনাটি ঘটেছেl

Developed by