Breaking
24 Dec 2024, Tue

রাঢ়ভূমের লোকগান নিয়ে রবিবার একদিনের আলোচনা সভা হল ঝাড়গ্রামে

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : রবিবার রাঢ়ভূমের লোকগান নিয়ে আলোচনা সভা হল ঝাড়গ্রামের ঝাড়গ্রাম কুমুদকুমারী ইনস্টিটিউশনে। জঙ্গলমহলের প্রখ্যাত ঝুমুর শিল্পী ইন্দ্রানী মাহাতোই আলোচনা সভার আয়োজন করেছিলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আনন্দ পুরস্কার প্রাপ্ত সাহিত্যিক নলিনী বেরা, জঙ্গলমহলের বহু ঝুমুর গানের রচয়িতা ললিতমোহন মাহাত, গবেষক সুব্রত মুখোপাধ্যায়, প্রাক্তন প্রধান অমৃত নন্দী, সুবর্ণরেখা মহাবিদ্যালয়ের অধ্যাপক লক্ষীন্দর পালোই প্রমুখ। সভায় লোধা, সাঁওতাল, ভূমিজ, কুড়মি, মুণ্ডাদের লোকগান নিয়ে আলোচনার পাশাপাশি বেশ কয়েকটি নৃত্যও পরিবেশিত হয়। নদিয়া থেকে আসা শুভ্রা দে একটি সাঁওতালি ভাষায় গান, দুবড়ার অগ্রগামী চাঙ নৃত্য দল দুটি গান ও নাচ, ঝুমুর গায়িকা ইন্দ্রানী মাহাত ঝুমুর গান, পাতা নাচ, ছৌ নাচ প্রভৃতি পরিবেশিত হয়।

Developed by