Breaking
24 Dec 2024, Tue

সন্ধ্যায় ঝাড়গ্রাম শহরের একলব্য স্কুল সংলগ্ন এলাকায় ঢুকে পড়ল হাতি, ছড়াল আতঙ্ক

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : রবিবার সন্ধ্যে সাড়ে সাতটা নাগাদ একলব্য স্কুল সংলগ্ন রামকৃষ্ণ মিশন আশ্রমের নির্মিত বাউন্ডারির মধ্যে হাতির দলটি ঢুকে পড়ে বলে জানা গিয়েছে। এক প্রত্যক্ষদর্শী যুবক বলেন,‘আমরা কয়েকজন বন্ধু মিলে দুবরাজপুর মোড়ের কাছে দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ দেখলাম হাতির দল একলব্য স্কুলের দিক থেকে আসছে । ভয়ে আমরা সেখান থেকে পালিয়ে যায়।’ খবর পেয়ে বনদপ্তরের কর্মীরা ঐরাবত গাড়ি নিয়ে ঘটনাস্থলে ছুটে আসেন। তারপর হাতির দল জঙ্গলের দিকে ঢুকে পড়ে। জঙ্গল লাগোয়া এলাকায় বিষয়টি জানাজানি হতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। যদিও এই মুহূর্তে হাতি জঙ্গলে ঢুকে পড়েছে।

Developed by