Breaking
24 Dec 2024, Tue

লোকসভা নির্বাচন পরবর্তী নয়াগ্রামে নৈরাজ্যী সৃষ্টির বিরুদ্ধে পথে নামল তৃণমূল

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : লোকসভা নির্বাচন পরবর্তী নয়াগ্রামে নৈরাজ্যল সৃষ্টির বিরুদ্ধে পথে নামল তৃণমূল। রবিবার নয়াগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এদিন এলাকায় বিজেপির প্রতি ধিক্কার জানিয়ে শান্তি মিছিল করে। মিছিলের নেতৃত্বে ছিলেন ব্লক তৃণমূলের সভাপতি উজ্জ্বল দত্ত, বিধায়ক দুলাল মুর্মু, নয়াগ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি সঞ্চিতা ঘোষ, জেলা পরিষদের শিক্ষা কর্মাধক্ষ্য শান্তি টুডু প্রমুখ। ব্লক তৃণমূলের সভাপতি উজ্জ্বল দত্ত বলেন,‘এলাকায় মানুষকে আক্রমন,বাড়ি ঘর ভাঙচুর, লুঠ,শ্লীলতাহানি করে চরম নৈরাজ্যা সৃষ্টি করে তুলছে বিজেপি। তার বিরুদ্ধে আমরা খড়িকামাথানি, গোহালডিহা, ধানশোলা,ভাতভাঙা প্রভৃতি এলাকায় আজ শান্তি মিছিল বের করি। আমাদের দাবি অপরাধীদের গ্রেপ্তার করতে হবে।’

Developed by