Breaking
24 Dec 2024, Tue

রাঁচিতে বীরসা মুণ্ডার মূর্তি ভাঙার তীব্র প্রতিবাদে ঝাড়গ্রাম শহরে মিছিল করল ‘ভারত জাকাৎ মাঝি পারগানা মহল’

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : শুক্রবার রাতে ঝাড়খণ্ড রাজ্যের রাঁচিতে বীরসা মুণ্ডার মূর্তি ভাঙার তীব্র প্রতিবাদ জানিয়ে শনিবার বিকেলে ঝাড়গ্রাম শহরে মিছিল ও সভা করল আদিবাসীদের সামাজিক সংগঠন ‘ভারত জাকাৎ মাঝি পারগানা মহল’। এদিন সংগঠনের পক্ষ থেকে শহরের জামদা সার্কাস ময়দান থেকে প্রতিবাদ মিছিল বের হয়। মিছিলের নেতৃত্বে ছিলেন সংগঠনের জেলা সহ-সভাপতি চিকিৎসক শিবশঙ্কর সোরেন, বাবলু মুর্মু, পালহান সোরেনরা। সংগঠনের পক্ষ থেকে দাবি তোলা হয়,‘ভগবান বীরসা মুণ্ডার মূর্তি ফের গড়ে তুলতে হবে। পাশাপাশি ঘটনার দোষী ব্যক্তিদের কড়া শাস্তি দিতে হবে।’

Developed by