Breaking
24 Dec 2024, Tue

মেদিনীপুর মেডিকেল কলেজেও গনইস্তফা চিকিৎসকদের

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- এবার মেদিনীপুর মেডিকেল কলেজেও গনইস্তফা দিলেন চিকিৎসকরা। দিব্যজ্যোতি দে, পিসি মন্ডল, পি সি ঘোষ, বিদ্যুৎ খুঁটিয়া, সুনীল কুমার হেমব্রম, প্রণব কুমার দে সহ ১০ জন প্রফেসার ও শিশু বিশেষজ্ঞ ইস্তফা জমা দেন মেদিনীপুর মেডিকেল কলেজে। এই মুহূর্তে মেদিনীপুর মেডিকেল কলেজে শিশু বিভাগে রয়েছেন ১১ জন সিনিয়র ডাক্তার। এর মধ্যে প্রায় সবাই ইস্তফা দিলেন মেদিনীপুর মেডিকেল কলেজের প্রিন্সিপালের কাছে। তবে ইফ তোফা দিলেও তারা যে এখনি কাজ বন্ধ করবেন না এমনটাই দাবি বিভাগের সিনিয়র ডাক্তারদের॥

Developed by