Breaking
25 Dec 2024, Wed

‘নীতি-আদর্শ’ নয়, নিজেদের ‘অস্তিত্ব’ বাঁচাতে বাম থেকে বিজেপির দলে ঝাড়গ্রাম শহরের একঝাঁক নেতা-কর্মী

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : ‘নীতি-আদর্শ’ যে গৌণ, তা ফের প্রমাণ হতে চলেছে একাংশ সিপিএম নেতা-কর্মীদের আচরণে। আগামী কাল রবিবার ঝাড়গ্রাম শহরের একঝাঁক সিপিএম নেতা-কর্মী বিজেপিতে যোগ দিতে চলেছেন। দলে তাঁদের স্বাগত জানানোর জন্য স্বয়ং উপস্থিত থাকতে পারেন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ। সূত্রের খবর, নিজেদের ‘অস্তিত্ব’ বাঁচাতেই বাম থেকে বিজেপিতে যোগদান বলে জানা গিয়েছে। আর সেখানেই প্রশ্ন উঠছে তাহলে এতদিন তৎকালীন শাসকদল সিপিএমের সঙ্গে থাকাটা কি শুধুই নিজের ‘স্বার্থের’ জন্য ? এখন শাসকের ক্ষমতায় নেই সিপিএম। তাই কি কেন্দ্রের শাসক দলে থাকার জন্যই কি যোগদান প্রশ্নটা উঠতে শুরু করেছে এখন মাটি কামড়ে পড়ে থাকা সিপিএম কর্মীদের মনে।

Developed by