Breaking
24 Dec 2024, Tue

ভারতীর লড়াইকে কুর্নিশ, তাঁর হাতেই গুরুত্বপূর্ন দায়িত্ব দিচ্ছে বিজেপি

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- এবারের লড়াইকে বিজেপি বলেছিল সেমিফাইনালের লড়াই। বিধানসভা ভোট, দলের জন্য ফাইনাল। স্বভাবতই দলের নজর ছিল, সেমিফাইনাল ম্যাচে দলকে উৎরে দিতে কারা জানবাজি রেখে লড়াই করছে এবং প্রতিপক্ষের আক্রমণকে ভোঁতা করতে পারছে। এই তালিকায় বেশ কয়েকজনের নাম উঠে এলেও, আলোচনা হচ্ছে তাদের নাম নিয়ে, যারা ভোটে প্রতিপক্ষের দুর্ভেদ্য দুর্গের সামনে হার স্বীকার না করে চোখে চোখ রেখে লড়াই করেছেন। এমনকি বিপক্ষ দুর্গে ফাটল ধরিয়ে দিতে পেরেছেন। এই তালিকায় যাদের নাম আলোচিত হচ্ছে তাদের মধ্যে প্রথম সারিতে উঠে এসেছে দুটো নাম। দুজনই দলের মহিলা প্রার্থী। ভারতী ঘোষ এবং মাফুজা খাতুন।

দলীয় সূত্রে খবর এই দুই নেত্রীকে নিয়ে বিশেষ ভাবনা আছে দলের। এদের আগামীদিনে দলের সংগঠন পরিচালনায় গুরুত্বপূর্ন ভূমিকায় দেখা যাবে দুজনকেই। সূত্র মোতাবেক, আগামি দিনে দলের মহিলা মোর্চার সভানেত্রী হিসাবে ভারতী ঘোষের কথা ভাবা হচ্ছে। বর্তমানে মহিলা মোর্চার সভানেত্রী লকেট চট্টোপাধ্যায়। তিনি ভোটে জিতে সাংসদ হওয়ার পর, দলের নিয়ম মেনেই ছাড়তে হবে মহিলা মোর্চার দায়িত্ব। এই জায়গায় ভারতি ঘোষের কথা ভাবা হচ্ছে। দল এটাও জানাচ্ছে, যদি শেষ মুহূর্তে সিধান্ত হয়, মোর্চার বর্তমান নেতৃত্ব থেকেই সভানেত্রী বছতে হবে ,তাহলে ভারতী ঘোষকে দলের সহ সভাপতি পদে নিয়ে আসা হবে। কারন সুভাষ সরকার সাংসদ হবার পর, তাকেও সংগঠনের সহ সভাপতির পদ ছেড়ে দিতে হবে।

Developed by