Breaking
24 Dec 2024, Tue

ভাটপাড়া পুরসভার নতুন পুরপ্রধান বিজেপি’র সৌরভ সিং

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- উত্তর ২৪ পরগণার ভাটপাড়া পুরসভা দখল করল বিজেপি। নতুন পুরপ্রধান হিসেবে নির্বাচিত হলেন ২০ নম্বর ওয়াডের বিজেপি কাউন্সিলর সৌরভ সিং। ভাটপাড়ার ৩৪ জনের মধ্যে বিজেপির পক্ষে ভোট দেন ২৬ জন কাউন্সিলর। একজন সিপিএম কাউন্সিলর এবং একজন মৃত। এই পুরসভায় এখনও ৫ জন তৃণমূল কাউন্সিলর রয়েছে। সৌরভ সিং সম্পর্কে ব্যারাকপুর লোকসভার নবনির্বাচিত সাংসদ অর্জুন সিংয়ের ভাইপো। এদিকে এই প্রথম পশ্চিমবঙ্গে কোনও পুরসভা দখল করল বিজেপি।

এদিকে, সকাল থেকেই সবার নজরে ছিল ভাটাপাড়া পুরসভার দিকে। গণ্ডগোলের আশঙ্কায় পুরসভা সংলগ্ন রাস্তায় রাস্তায় মোতায়েন ছিল পুলিশ। পুলিশের কাছে মজুত ছিল কাঁদানি শেলও। কিন্তু একপ্রকার নিঃস্তব্ধেই হয়ে গেল পুরসভা বোর্ড গঠন। ৩৪ জনের মধ্যে ২৬ জনই সবাই বিজেপির পক্ষে সমর্থন দেয়। জয়ের বিষয়ে সৌরভ সিংয়ের দাবি, অর্জুন সিং ম্যাজিকের কারণেই ভাটপাড়া দখল করল বিজেপি।

Developed by