ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- বাংলায় কৌশল বদলাচ্ছে বিজেপি৷ এবার থেকে জয় শ্রীরামের সঙ্গে বাঙালিদের মন পেতে জয় মা কালি বলবে বিজেপির সমর্থকরা৷ এমনটাই কালিঘাটে পুজো দিতে এসে জানালেন বাংলার বিজেপি পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গী৷ তাঁর কথায়, জানি বাংলা মা কালির দেশ, তাই কর্মীদের বলেছি মায়ের নাম নিতে৷ পাশাপাশি জয় শ্রীরাম নিয়ে মমতার এমন আচরণের ব্যাখ্যা চাইলেন তিনি৷ তাঁর কথায় ঈশ্বরের নাম নেওয়া কখনওই অপরাধ হতে পারে না৷ উল্লেখ্য জয় শ্রীরাম বলার অপরাধে এক বিজেপি কর্মীকে গ্রেফতার করেছিল মমতার পুলিশ৷ এই নিয়ে অবশ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়র ব্যাখ্যা অন্যরকম৷ তাঁর সাফ কথা, ওই বিজেপি কর্মীকে রাম নাম বলার জন্য নয় সুপরিকল্পিতভাবে সন্ত্রাস ছড়ানোর জন্য গ্রেফতার করা হয়েছিল৷ তিনি স্পষ্ট জানান, বিজেপির জয় শ্রীরাম স্লোগানে তাঁর আপত্তি নেই, তবে রামের নামে নোংরা রাজনীতিতে আছে৷ তাই তাঁর বক্তব্য, রাজ্যের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে জয় শ্রীরামের পাল্টা জয় হিন্দ বলতে হবে তাঁর সমর্থকদের৷
ইঁট মারলে, পাটকেল খেতে হয়৷ এমনটাই বক্তব্য তৃণমূল কংগ্রসের৷ কালিঘাট মন্দিরে সম্প্রতি পুজো দিতে এসেছিলেন বাংলায় বিজেপির উত্থানের অন্যতম নায়ক কৈলাস বিজয়বর্গী৷ মন্দিরে তাঁকে দেখে তৃণমূলকর্মীরা জয় হিন্দ স্লোগান দেয়৷ তাতে ক্ষুব্ধ বিজয়বর্গীর সাঙ্গপাঙ্গোরা৷ তৃণমূলীদের স্পষ্ট কথা, জয় শ্রীরামের পাল্টা তাঁরা রাজ্যজুড়ে জয় হিন্দ বলবেন৷ তবে এদিন তৃণমূল -বিজেপির কোনও সংঘর্ষ হয়নি৷
সৌজন্যে :- মহানগর