Breaking
1 Nov 2024, Fri

আবার কেন্দ্র আনতে চলেছে তিন তালাক বিল

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- ষোড়শ লোকসভায় তিন তালাকের বিশ পাশ হলেও রাজ্যসভায় সংখ্যাগরিষ্ঠতা না থাকায় শেষপর্যন্ত তা বাতিল হয়ে যায়। সপ্তদশ লোকসভায় আরও একবার কেন্দ্র আনতে চলছে তিনতালাক বিল। এমনটাই জানালেন কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। নতুন মন্ত্রিসভায় আইনমন্ত্রীর চেয়ারে বসেই রবিশঙ্কর প্রসাদ জানিয়ে দিলেন, ফের নিয়ে আসা হবে তিন তালাক বিল। তিনি বলেন, ‘অবশ্যই তিন তালাক আনা হবে। এটা বিজেপির ইস্তেহারের অংশ।’পাশাপাশি সিভিল ইউনিফর্ম কোড নিয়ে কেন্দ্রীয় আইনমন্ত্রী বলেন, ‘সরকার রাজনৈতিক পর্যায়ে বিষয়টি নিয়ে আলোচনা করবে।’ যদিও বিষয়টি নিয়ে ইতিমধ্যেই ‘ল কমিশন’-এর রিপোর্ট নিয়ে মন্ত্রিসভা পর্যালোচনা করছে বলে জানা গিয়েছে।

প্রসঙ্গত, ২০১৮ সালের সেপ্টেম্বরে তিন তালাক নিয়ে অর্ডিন্যান্স এনেছিল সরকার। পরে বিল আকারে তা লোকসভায় পাশ করানো হয়। রাজ্যসভায় একাধিকবার বিলটি আনা হলেও বিরোধী দলের তরফে আইনের বিধান নিয়ে আপত্তি তোলা হয়। যার জেরেই আটকে যায় বিলটি।

Developed by