Breaking
23 Dec 2024, Mon

ঘুমের ঘোরেই চির নিদ্রায় চলে গেলেন অভিনেত্রী-গায়িকা রুমা গুহ ঠাকুরতা

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক :
আর ঘুম ভাঙবে না তাঁর। তিনি এখন চির নিদ্রায় শায়িত। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে কলকাতায় নিজের বাড়িতে। ঘুমের মধ্যেই প্রয়াত হলেন বর্ষীয়াণ অভিনেত্রী-গায়িকা রুমা গুহ ঠাকুরতা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর।তিনি ‘ক্যালকাটা ইয়ুথ কয়্যারের’ প্রতিষ্ঠাতা। সোমবার ভোর ৬টা নাগাদ ৩৮ মিনিটে বালিগঞ্জ প্লেসে নিজের বাড়িতেই মৃত্যু হয় তাঁর।
ছেলে অমিত কুমার কলকাতায় এলেই শেষকৃত্য সম্পন্ন হবে। কিশোর কুমারের প্রথম স্ত্রী রুমা। তাঁদের সন্তান অমিত। কিশোরের সঙ্গে বিচ্ছেদের পর রুমার সঙ্গে বিয়ে হয় অরূপ গুহ ঠাকুরতার। গায়িকা শ্রমণা চক্রবর্তী রুমার দ্বিতীয় পক্ষের সন্তান।

Developed by