Breaking
23 Dec 2024, Mon

সাঁকরাইল ব্লকের কাঠুয়াপালে তৃণমূল পার্টি অফিস খুলতেই ‘সশস্ত্র’ হামলা চালালো বিজেপি। লুঠপাট,বাড়ি ভাঙচুর, তিরবিদ্ধ হল গবাদি পশুও

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : রবিবার সকালে ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের রগড়া অঞ্চলের কাঠুয়াপাল গ্রামে ঘটনাটি ঘটেছে। ভোটের রেজাল্ট বের হওয়ার পর তৃণমূলের কাঠুয়াপাল বুথ অফিস ‘দখল’ নিয়েছিল বিজেপি। তৃণমূল সমর্থক মানিক চৌধুরী একাই বন্ধ পার্টি অফিসটি এদিন খোলেন। তারপরেই মানিক সহ চারজনের উপর ‘সশস্ত্র’ ভাবে চড়াও হয় বিজেপির লোকেরা। মানিক ও তাঁর স্ত্রী চায়নাকে বেধড়ক মারধর, শ্লীলতাহানি করা হয়েছে। আরেক তৃণমূল সমর্থক গোপাল সাউয়ের বাড়িতে চড়াও হয়ে বাড়ির অ্যাজবেসটস ভাঙচুর করা হয়েছে। তিরবিদ্ধ হয়েছে গবাদি পশু। তৃণমূল সমর্থক মানস দাসকেও প্রচণ্ড মারধর করা হয়। এক মহিলা সহ তিনজন এখন গুরুতর জখম অবস্থায় ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি রয়েছেন।

Developed by