Breaking
23 Dec 2024, Mon

লোকসভা ভোটে জোড়া সাংসদ পেল ঝাড়গ্রাম জেলা, আর তাতেই খুশি এলাকাবাসী !

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : লোকসভা ভোটে জোড়া সাংসদ পেল ঝাড়গ্রাম! নিশ্চয় ভাবছেন ভুল লেখা হয়েছে। না একেবারে তা নয়। হ্যাঁ, জোড়া সাংসদই উপহার পেলেন ঝাড়গ্রামবাসী। এবার ঝাড়গ্রাম জেলা থেকে দু’জন নির্বাচিত হয়েছেন। একজন ঝাড়গ্রাম লোকসভার বিজেপি প্রার্থী কুনার হেমব্রম। অপরজন মেদিনীপুর লোকসভার বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। দুজনের বাড়ি ঝাড়গ্রাম জেলায়। এমনকি তাঁরা দুজনেই ঝাড়গ্রাম জেলার ভোটার। এবারের নির্বাচনে কুনার হেমব্রম কন্যাডুবা প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিয়েছেন। আর দিলীপ ঘোষ গোপীবল্লভপুরের কুলিয়ানা বুথে ভোট দিয়েছেন। আর যাই হোক ঝাড়গ্রাম তো উপহার পেল জোড়া সাংসদ ! আর তাতেই খুশি এলাকাবাসী।

Developed by