ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স :- লোকসভা ভোটের ফলাফল প্রকাশের পরেই একাধিক তৃণমূল নেতা নাম লিখিয়েছেন গেরুয়া শিবিরে। কিন্তু লাভপুরের তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামের বিজেপিতে যোগ দেওয়া নিয়ে বিরুপ প্রতিক্রিয়া ব্যক্ত করলেন বিজেপি কর্মী সমর্থকরা।
মণিরুলের বিজেপিতে যোগদান নিয়ে হাওড়ার বিজেপি প্রার্থী রন্তিদেব সেনগুপ্ত বলেন, বাংলার মানুষকে মূর্খ ভাবলে ভুল করবে বিজেপি। তিনি ফেসবুকে লেখেন, ‘অনুপম হাজরার হাত ধরে বিজেপিতে প্রবেশ করেছে মনিরুল ইসলাম। এতে বিজেপির কতখানি লাভ হবে আমি জানি না। তবে এটুকু বলতে পারি, মনিরুলদের তাণ্ডবের প্রতিবাদে জেলার মানুষ বিজেপিকে ভোট দিয়েছেন। এখন বিজেপি সম্পর্কে তাদের ধারণা কি হবে?’ পাশাপাশি, বৃহস্পতিবার কার্যত ক্ষোভে ফেটে পড়ে কালোসোনা মন্ডল জানান, ‘আমরা মণিরুলকে মানব না। বিজেপিকে এর মাশুল গুণতে হবে।’ তাঁর কথায়, এরজন্যে দল ছেড়ে দিতে হলেও তাঁর কোনও অসুবিধা নেই।
বুধবার দিল্লিতে গিয়ে লাভপুরের তৃণমূল বিধায়ক মণিরুল ইসলাম বিজেপিতে যোগ দেন। তিবনি নানুরের গণহত্যার নায়ক বলেও দাবি করে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দেন বিজেপি কর্মী সমর্থকরা। তাদের দাবি, দীর্ঘদিন কালোসোনা মন্ডল-সহ বহু বিজেপি কর্মী মণিরুলের বিরুদ্ধেই লড়াই করেছেন। তাই হঠাৎ মনিরুলের এই রঙ বদলানোতে তাঁরাও হতাশ। শুধু কালোসোনা মন্ডল নয়, তাঁর সঙ্গে রয়েছেন বহু বিজেপি কর্মীও, যারা শুধুমাত্র মণিরুলের জন্যেই দল ছেড়ে দিতে চান।