Breaking
23 Dec 2024, Mon

মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে থাকছেন না ৮ রাজ্যের মুখ্যমন্ত্রী

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স :- বৃহস্পতিবার সন্ধ্যা সাত টায় দ্বিতীয়বারের জন্য ভারতের প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেবেন নরেন্দ্র মোদী। শপথগ্রহণ অনুষ্ঠানে হাজির থাকবেন প্রায় ৬,৫০০ অতিথি।

আজ সারা দেশের নজর দিল্লির দিকে। গতবারের মতো এবারও রাষ্ট্রপতি ভবনের সামনে শপথ নেবেন মোদী। কিন্তু মোদী শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকছে না ৮টি রাজ্যের মুখ্যমন্ত্রী। পশ্চিমবঙ্গ, ওড়িশা, পাঞ্জাব, চাতিশসগড়, কেরল, অন্ধ্র প্রদেশ, তেলঙ্গানা ও মিজোরাম এই আটটি রাজ্যের মুখ্যমন্ত্রী মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানেও থাকছেন না। মিজোরাম ছাড়া ৭টি রাজ্যে অবিজেপি সরকার।

এই অনুষ্ঠানে বেশ কয়েকজন বিদেশী অতিথি সহ একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজনৈতিক দলের নেতারা উপস্থিত থাকবেন। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজিরওয়াল এবং কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধী ও ইউপিএ চেয়ারপারসন সোনিয়া গান্ধী এই অনুষ্ঠানে যোগদান করছেন। বিদেশি অতিথিদের মধ্যে উপস্থিত থাকছেন, বাংলাদেশের রাষ্ট্রপতি আব্দুল হামিদ,মরিশাসের প্রধানমন্ত্রী প্রবীন্দ কুমার জুগনৌথ, ভুটানের প্রধানমন্ত্রী লোতে শেরিং,মায়ানমারের রাষ্ট্রপতি, শ্রীলঙ্কার রাষ্ট্রপতি, নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা পাল এবং কিরঘিস্তানের রাষ্ট্রপতি।

Developed by