Breaking
23 Dec 2024, Mon

উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যুগ্মভাবে প্রথম শোভন মণ্ডল এবং রাজর্ষি বর্মন

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : এ বারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যুগ্মভাবে প্রথম হয়েছে বীরভূম জেলা স্কুলের শোভন মণ্ডল এবং কোচবিহার জেনকিনস্ স্কুলের রাজর্ষি বর্মন। দু’জনেরই প্রাপ্ত নম্বর ৪৯৮।

এ বছর উচ্চ মাধ্যমিক শুরু হয়েছিল ২৬ ফেব্রুয়ারি। শেষ হয় ১৩ মার্চ। অর্থাৎ ৭৪ দিনের মাথায় ফল প্রকাশ করছে সংসদ। গতবারের তুলনায় এ বছর পাশের হার অনেকটাই বেশি। এ বছর ৮ লক্ষেরও বেশি পরিক্ষার্থী উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন, যার মধ্যে পাশের হার ৮৬.২৯ শতাংশ। গত বছর যেখানে পাশের হার ছিল ৮৩.৭৫ শতাংশ। পাশের হারের নিরিখে এ বারও কলকাতাকে জোর টক্কর দিয়েছে জেলা।

Developed by