Breaking
25 Dec 2024, Wed

ভোট গণনার দিন তৃণমূল নেতা-কর্মীদের ‘মাটি কামড়ে পড়ে থাকার’ নিদান দিলেন পার্থ চট্টোপাধ্যায়

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : মঙ্গলবার দুপুরে ঝাড়গ্রাম লোকসভার দলীয় নেতা-কর্মীদের সঙ্গে বৈঠকের পর পার্থ চট্টোপাধ্যায় বলেন,‘স্ট্রং রুম নিয়ে আমরা সতর্কতা নিচ্ছি। আমাদের কর্মীরা পার্টির টাকা দেওয়া কর্মী নয়। জান দিয়ে পতকা ধরে। মানুষের পাশে সারা বছর পাশে থাকি। নিজেদের অভাব থাকা সত্ত্বেও দল ও দেশের কাজ করি। মাটি কামড়ে পড়ে থাকতে বলেছি। আর তাঁরা মাটি কামড়েই পড়ে থাকবে। দিল্লিতে গিয়ে যে লাড্ডু খেয়েছে তাকে পস্তাতে হয়েছে। এখন বেশি লাড্ডু খেলে শূন্য হবে তা বুঝতে পারেছে না। আত্মবিশ্বাস নিয়েই বলছি বীরবাহা সোরেন টুডু জিতবেই।’

Developed by