Breaking
25 Dec 2024, Wed

৬ নম্বর জাতীয় সড়কে লরির ধাক্কায় মৃত্যু এক লরি চালকের

৬ নম্বর জাতীয় সড়কে লরির ধাক্কায় মৃত্যু এক লরি চালকের। রবিবার ভোরে ঝাড়গ্রাম জেলার জামবনী থানার চিচিড়া এলাকায় ঘটনাটি ঘটেছে। ওই ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়ায়। বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়ে। ৬ নম্বর জাতীয় সড়কে ব্যপক যানজট সৃষ্টি হয়। বাসিন্দাদের অভিযোগ, রাস্তায় পুলিসের তোলাবাজির ফলে দুর্ঘটনাটি ঘটেছে। পুলিসের দাবি, ৬ নম্বর জাতীয় সড়কে পুলিসি নজারদারি চলছিল। তোলাবাজির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।

Developed by