Breaking
26 Dec 2024, Thu

লালগড়ে হস্তিশাবকের ছবি তুলতে গিয়ে মৃত্যু হল যুবকের

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : শুক্রবার ভোরে ঝাড়গ্রাম জেলার লালগড় ব্লকের আজনাশুলি জঙ্গলের কাছে এক হস্তিশাবকের জন্ম হয়। কিন্তু শাবকটি জন্মের পর অসুস্থ থাকায় কিছুক্ষণ পর মারা যায়। শাবকটির মা তার কাছেই দাঁড়িয়ে ছিল। ওই সময় অনেক লোকই ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েন। সেই সময় হাতি তাড়া করায় এক যুবক পড়ে যায়। তাকে শুঁড়ে তুলে আছাড় দেয় মা হাতিটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় যুবকের। মৃতের নাম শৈলেন মাহাতো। তাঁর বাড়ি ভাউদী গ্রামে।

Developed by