Breaking
26 Dec 2024, Thu

জল ও বিদ্যুৎ নেই, ভুলক্যা প্রাথমিক বিদ্যালয়ে এসে চিন্তায় কেন্দ্রীয় বাহিনী

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : জল ও বিদ্যুৎ নেই, ভুলক্যা প্রাথমিক বিদ্যালয়ে এসে চিন্তায় কেন্দ্রীয় বাহিনী। ৮ জন বাহিনীর জওয়ান রয়েছেন। তাঁরা বলছেন,’বিদ্যুৎ নেই। জল নেই। বেলা ১২ ,টাই এসেছি। খুবই সমস্যার মধ্যে পড়েছি এর গরমে।’ ঘটনাটি লালগড় ব্লকের ১২৬ নম্বর
বুথে।

Developed by