Breaking
27 Dec 2024, Fri

উর্দির গন্ধ যায়নি ভারতীকে কটাক্ষ পার্থর

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : বৃহস্পতিবার রাতে ঘাটালের বিজেপি প্রার্থী ভারতী ঘোষের গাড়ি থেকে টাকা উদ্ধার প্রসঙ্গে পার্থ চট্টোপাধ্যায় বলেন,‘ধরা পড়েছে তো প্রশাসন দেখবে। উনার এখনও উর্দির গন্ধটা যায়নি। মেজাজ দেখছেন তো? সব জানে ! সবজান্তা! আগেও তাই ছিল। দুর্ভাগ্য যে একে দেরিতে হলেও চেনা গিয়েছে এটাই সৌভাগ্য। আর দুর্ভাগ্য একটু দেরিতে চেনা গিয়েছে।’

Developed by