ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : শুক্রবার বিজেপির বিরুদ্ধে এমনই অভিযোগ তুললেন তৃণমূলের মহাসচিব তথা ঝাড়গ্রাম জেলার পর্যবেক্ষক পার্থ চট্টোপাধ্যায়। পার্থ এদিন সাংবাদিক বৈঠকে বলেন,‘আমরা লক্ষ্য করে দেখছি গোপীবল্লভপুর ১ ব্লকের বেশ কিছু জায়গায় বাইরে থেকে লোক এনে একটি কোম্পানির মধ্যে বিজেপি ক্রিমিনালদের জড়ো করছে। এবং তারা মনে করছেন এই ক্রিমিনালদের দিয়ে ভোট করাবেন। যেহেতু আধা সামরিক বাহিনী আছে। কিন্তু এটা বুঝছেন না আদিবাসীরা লড়াই করে এসেছেন। আদিবাসীদের লড়াই ওই বন্দুক দিয়ে থামানো যায় না। ক্রিমিনাল দিয়ে থামানো যায় না। নির্বাচন কমিশনকে নিশ্চয় আমরা জানাবো। এবং ঝাড়গ্রামবাসীর কাছে আবেদন করব মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজের ও উন্নয়নের নিরিখে যে শান্তি-সম্প্রীতি, উন্নয়নের কাজ এখানে চলছে তাকে বজায় রাখার জন্য আপনারা এই ধরনের প্ররোচনায় পা না দিয়ে সকলে ভোট দিন শান্তি-সম্প্রীতি, উন্নয়নের পক্ষে।’