Breaking
27 Dec 2024, Fri

বহিরাগত দেখলেই বাসিন্দাদেরকে টোল ফ্রি নম্বরে ফোন করার আহ্বান জানালেন নির্বাচন কমিশনের অফিসাররা

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : নির্ভয়ে ভোট দিন। কোন প্ররোচনায় পা দেবেন না। বাসিন্দাদের কাছে এমনই আবেদন রাখলেন ঝাড়গ্রাম লোকসভার সহকারি রির্টানিং অফিসার তথা মহকুমা শাসক সুবর্ণ রায়। গতকাল থেকে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে বিভিন্ন এলাকায় রুট মার্চ করেন তিনি। হ্যাণ্ড মাইক সঙ্গে নিয়ে লোকজন দেখতে পেলেই ভোটদান সম্পর্কিত মানুষজনকে সচেতনও করছেন নির্বাচন কমিশনের কর্মীরা। গতকাল আঁধারিয়া, দহিজুড়ি, বিনপুর এলাকার সাড়ে ছ’কিলোমিটার রুট মার্চ হয়েছে। বৃহস্পতিবারও ঝাড়গ্রাম শহরের স্টেশনপাড়া, বাছুরডোবা, বলরামডিহি, মেনরোডের অধিকাংশ প্রায় ৬ কিলোমিটার রুট মার্চ করেছেন। মহকুমা শাসক সুবর্ণ রায় বলেন,‘ভোটাররা যাতে কোন প্ররোচনায় ভীত না হয় সে জন্য এদিনও দীর্ঘ এলাকা জুড়ে রুট মার্চ করা হয়েছে শহরের মধ্যে। প্রত্যেক ভোটার যাতে নির্ভয়ে নিশ্চিন্তে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সে বিষয়ে মানুষজনকে অবগত করা হয়েছে। সেই সঙ্গে জানানো হয়েছে এলাকায় বহিরাগত কাউকে দেখতে পেলে টোল ফ্রি নম্বর ১৯৫০ তে ফোন করে জানাতে বলা হয়েছে।’

Developed by