Breaking
27 Dec 2024, Fri

নয়াগ্রামে হাতির মৃতদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : বৃহস্পতিবার সকালে নয়াগ্রামের পূর্ব কেয়াঝরিয়ার কাছে দামঘুটু এলাকায় থেকে উদ্ধার হল একটি পূর্ন বয়স্ক হাতির মৃতদেহ। ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
এদিন ভোরে গ্রামবাসীরা লক্ষ্য করেন দামঘুটু গ্রামের পাশে ধান জমির সংলগ্ন এলাকায় বাঁশ ঝাড়ের পাশে হাতির নিথর দেহ পড়ে রয়েছে। গ্রামবাসীরা বলেন, গতকাল তপবন থেকে ৬ টি হাতি এদিকে এসেছিল। তারপর আজ সকালে এহেন ঘটনা দেখতে পায়। খবর দেওয়া হয়েছে বন দপ্তরকে। বাসিন্দাদের প্রাথমিক অনুমান, ইলেকট্রিক শক খেয়ে হাতিটির মৃত্য হতে পারে। যদিও বন দপ্তর হাতির মৃত্যুর কারণ নিয়ে মুখ খোলেনি।

Developed by