ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : ইভিএম ও ভিভিপ্যাট মেশিন নিয়ে ঝাড়গ্রামের জনসাধারণকে সতর্ক করে দিলেন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। তিনি বলেন,’ইভিএম ও ভিভিপ্যাট নিয়ে নরেন্দ্র মোদি জালিয়াতি করতে পারে। ইভিএম ও ভিভিপ্যাডের গগনা একসঙ্গে মিলিয়ে দেখা হোক এজন্য মঙ্গলবরাই বিষয়টি আমি নির্বাচন কমিশনে জানিয়েছি। আপনারা ইভিএমে ভোট দেওয়ার পর ভিভিপ্যাড দেখে বুথ কেন্দ্র থেকে বের হবেন।’