ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : এতদিন যাঁরা দলের খেয়ে দলের পরে মানুষ হয়েছে। তাঁদের মধ্যেই কেউ কেউ ‘বিভীষণ’ হয়ে উঠেছে। তা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে শাসকদল তৃণমূল। এমনকি ঝাড়গ্রাম জেলায় দলের পর্যবেক্ষকের দায়িত্ব নেওয়ার পর এই বিষয়টি পরিষ্কার হয়েছে দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের কাছে। ইদানিং তাঁর কথা বার্তায় সে সমস্ত বিষয় গুলি দলের অভ্যন্তরীন আলোচনায় উঠে এসেছে। আর সেই সমস্ত ‘বিভীষণ’রা দিদি এলেই নিজেদের ‘মুখ’ দেখাতে ব্যস্ত থাকেন। কিন্তু কাজের বেলায় একেবারে অষ্টরম্ভা ! ঢাল নেই তলোয়ার নেই যেন নিধিরাম সর্দার। কিন্তু সেই ‘নিধিরাম সর্দার’রা এতদিন নিজেদের ‘সেনাপতি’ ভেবে বসেছিল। যার ভুল বুঝতে পারছেন দলীয় নেতৃত্বরা। ‘মুখে বড় বড় কথা, কিন্তু কাজে কিছুই নেই’ এসব চলবে না বলে কিছুদিন আগে দলীয় মিটিং এ ঝাড়গ্রামে নেতা-কর্মীদের হুঁশিয়ারি দিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। গোয়েন্দা সূত্রে খবর,’ওই সমস্ত বিভীষণদের নামের তালিকা ইতিমধ্যে মুখ্যমন্ত্রীর কাছে পৌচ্ছে। এমনকি এসব লোকেরা তৃণমূলকে হারাতে কিভাবে সুকৌশলে প্রচার করছেন পরোক্ষ ভাবে তাও লিপিবদ্ধ হয়েছে করা হয়েছে।’ তাই ভোটের প্রচারে এসে সবদিক লক্ষ্য রেখেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।