Breaking
25 Dec 2024, Wed

মোদির সভায় বানান বিভ্রাটে বিজেপিকে ‘খোঁচা’ তৃণমূলের

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : সোমবার ঝাড়গ্রাম স্টেডিয়ামে সভা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। সেই সভা উপলক্ষে বিশাল হোডিং লেখা হয়েছিল বাংলায়। কিন্তু সেখানেই দেখা গেল বাংলা বানান ভুলে ভরা। এদিন ঝাড়গ্রামের ঘোড়াধরাতে সভা ছিল মোদির। সেখানে দেখা যাচ্ছে, ‘ঘোড়াধরা’র বদলে ‘গোড়াধরা’ লেখা হয়েছে। সেই ছবি এখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সকলের কাছে ঘুরছে। আর তা নিয়ে খোঁচা দিতে শুরু করেছে তৃণমূল। তৃণমূলের নেতা-কর্মীরা বলছেন,’যারা বাংলা বানান ঠিক করে লিখতে পারে না, তারা আবার বাংলা চালাবে?’

Developed by